শিরোনাম
◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে ◈ কারও স্ত্রী চলে গেছে, কারও চাকরি: যেমন আছেন জুলাই আন্দোলনের আহতরা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, এরপর যা যা হলো ◈ হ্যারি কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের দারুণ জয় ◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ১২:৫৭ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ কোটি টাকায় বিক্রি হচ্ছে এক কপি ‘দ্য লিটল প্রিন্স’

‘দ্য লিটল প্রিন্স’ বা ‘ছোট্ট রাজকুমার’ শিশুদের জন্য লেখা একটি জগদ্বিখ্যাত উপন্যাসিকা। ফরাসি কবি, কথা সাহিত্যিক ও বৈমানিক অঁতোয়ান দ্য স্যাঁত এগজ্যুপেরি এই বইটি লিখেছিলেন। বলা হয়ে থাকে—এই বইটি এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে অনূদিত বইগুলোর মধ্যে একটি। শুক্রবার বিবিসি জানিয়েছে, লেখকের নিজ হাতে টাইপ করা দ্য লিটল প্রিন্সের একটি দুষ্প্রাপ্য কপি সাড়ে ১২ লাখ ডলারে বিক্রি হতে চলেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সেনারা ফ্রান্স দখল করে নিলে যুক্তরাষ্ট্রে নির্বাসিত হয়েছিলেন এগজ্যুপেরি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসেই বইয়ের এই কপিটি টাইপ করেছিলেন তিনি। এভাবে টাইপ করা তিনটি বইয়ের একটি কপি বিক্রি হতে যাচ্ছে। 

বইটিতে এগজ্যুপেরির হাতে লেখা নোট এবং স্কেচ রয়েছে। আগামী মাসেই (নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি আর্ট ফেস্টিভ্যালে এটি বিক্রি হবে। বইটির বিক্রেতা প্রতিষ্ঠান পিটার হ্যারিংটন রেয়ার বুকস-এর সিনিয়র সাহিত্য বিশেষজ্ঞ স্যামি জে বলেছেন—টাইপ করা পাণ্ডুলিপি থাকা একটি অত্যন্ত বিরল ঘটনা। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউইয়র্কে নির্বাসিত লেখক ফরাসি ভাষায় ‘লে পেটিট প্রিন্স’ শিরোনামে বইটি লিখেছিলেন। পরে ১৯৪৩ সালে এটি প্রকাশিত হয়। 

লেখক এগজ্যুপেরি ছিলেন একজন অভিজ্ঞ বিমানচালক। বইটি লেখার পর তিনি নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধরত ফ্রি ফ্রেঞ্চ এয়ার ফোর্সের জন্য একটি মিশনে যোগ দিতে ইউরোপে চলে যান। ভূমধ্যসাগরের ওপর দিয়ে একটি মিশন পরিচালনা করার সময় তিনি নিখোঁজ হয়েছিলেন। তাঁর বিমানটি কীভাবে ধ্বংস হয়েছিল তা এখনো অজানা। 

দ্য লিটল প্রিন্সের কাহিনি মূলত একটি মরুভূমিতে আটকে পড়া একজন পাইলটকে নিয়ে, যার সঙ্গে পৃথিবীতে বেড়াতে আসা লিটল প্রিন্স নামে একটি ছোট ছেলের দেখা হয়। বইটি প্রকাশের পর থেকে সারা বিশ্বে লাখ লাখ কপি বিক্রি হয়েছে। 

বিবিসি জানিয়েছে, এগজ্যুপেরির হাতে লেখা আসল পাণ্ডুলিপি বর্তমানে নিউইয়র্কে রয়েছে। আর টাইপ করা তিনটি কপির মধ্যে একটি রয়েছে ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে এবং আরেকটি টেক্সাসের হ্যারি র‍্যানসম সেন্টারে। স্যাঁত-এগজ্যুপেরি নিখোঁজ হওয়ার আগে এই দুটি টাইপস্ক্রিপ্ট বন্ধুদের দিয়েছিলেন। তবে তৃতীয়টি কপিটি তিনি কাউকেই দেননি। সেই কপিটিই দশকের পর দশক ধরে ফ্রান্সের একটি ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল। এবার এই কপিটিকেই বিক্রি করা হচ্ছে। পিটার হ্যারিংটন রেয়ার বুকস চলতি বছরের শুরুর দিকে এই কপিটি অধিগ্রহণ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়