শিরোনাম
◈ মাদ্রাসাতেও দাখিলের নবম শ্রেণিতে বিভাগ বিভাজন চালুর নির্দেশ ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ এত গুজব কেন? তথ্য যাচাইয়ের উপায় কী? ◈ ডাটা সেন্টারে সংরক্ষিত ১১ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করে বিক্রি ◈ (১০ অক্টোবর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ উনি কোথায় আছে সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই: আসিফ নজরুল (ভিডিও) ◈ শিবির অফিসে দুই শিশুকে নিয়ে হাজির হলেন মা, সেক্রেটারি জেনারেলের আবেগঘন স্ট্যাটাস ◈ ঈদ সামনে রেখে নতুন নোট ছাপানো এবং নোটের মজুদ বাড়ানোর আলোচনা শুরু ◈ ডিসি নিয়োগে 'দুর্নীতি': তদন্তে ৩ উপদেষ্টার কমিটি ◈ আরব উপসাগরীয় কুয়েত, কাতার ও সৌদি আরবসহ ছয়টি দেশকে ইরানের হুমকি ◈ সংস্কার কমিশনের প্রধানরা যেসব সুযোগ-সুবিধা পাবেন 

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে তুলে নিয়ে পালানোর চেষ্টা স্বামীর

ডেস্ক রিপোর্ট : আদালতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেছে স্বামী। ঘটনাটি চীনের সিচুয়ান প্রদেশের। সেখানে আদালেতে ডিভোর্সের শুনানি চলাকালে স্ত্রীকে পিঠে নিয়ে দৌড় দিয়েছেন লি নামের এক যুবক। আদালত কক্ষ থেকে স্ত্রীকে পিঠে তুলে নিয়ে পালানোর ঘটনার নজির নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের এই অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সম্প্রতি সিচুয়ান প্রদেশে এক নারী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল আদালতে। সেই মামলার শুনানির সময় ঘটে নাটকীয় ঘটনা। বিচ্ছেদ ঠেকাতে শুনানি চলাকালে স্ত্রীকে পিঠে তুলে দৌড়ে পালান স্বামী।

স্ত্রী চেংয়ের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় লি তাকে প্রায়ই মারধর করতেন। দীর্ঘ ২০ বছর সংসার করার পরও লি’র অভ্যাস পাল্টায়নি। শুরুর দিকে বিচ্ছেদে সায় দেননি আদালত। তবে বিচ্ছেদের দাবিতে অনড় ছিলেন চেং। আদালতে নতুন করে আবেদন জানান তিনি। এই আবেদনের শুনানি চলছিল। 
শুনানি শুরু হলে আবেগপ্রবণ হয়ে পড়েন লি। বিচ্ছেদ চান না বলে জানান আদালতে। কিন্তু চেং নিজের অবস্থান পাল্টাননি। এমন পরিস্থিতিতে আদালতকক্ষেই আচমকা চেংকে পিঠে তুলে দৌড় দেন লি। এ সময় চিৎকার শুরু করে দেন চেং। আদালত থেকে বেরিয়ে বেশ কিছু দূর চলে যাওয়ার পর লিকে আটকায় পুলিশ। 

এ ঘটনায় আদালতও বিস্মিত হয়ে পড়ে। স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টার জন্য লিকে ভর্ৎসনা করেন আদালত। লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করতে হয় তাকে। ভুল স্বীকার করে, ভবিষ্যতে এমন করবেন না বলে অঙ্গীকার করেন লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়