শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিয়ের অনুষ্ঠানে আবেগ সামলাতে পারেননি বর। মালা বদলের সময় হবু বউকে চুমু দিয়েছেন তিনি। আর তাতেই ঘটে গেছে কুরুক্ষেত্র। পুরো বাড়ির পরিবেশ বদলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
[৩] প্রতিবেদনে বলা হয়েছে, মালাবদলের সময় কনেকে চুমু দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে দুপক্ষ। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া সাতজনকে আটক করা হয়েছে।
[৪] জানা গেছে, গত সোমবার ভারতের উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে এ ঘটনা ঘটেছে। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বর কনের মালাবদল চলছিল। এ সময় আবেগের বশে কনেকে চুমু দেন বর।
[৫] বরের আকস্মিক এ আচরণে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে কনের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করে। এতে কনের বাবাসহ উভয়পক্ষের ছয়জন আহত হন।
[৬] প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুপক্ষের সাতজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেন কনের বাবা। প্রথম বিয়েটি সুস্থভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় বিয়েতে গিয়ে বিবাদ দেখা দেয়।
[৭] কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই কন্যাকে চুমু দেন। তবে বরের পরিবারের অভিযোগ, কনের আস্কারায় এ ধরনের ঘটনা ঘটেছে।
[৮] পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
এসসিডি/এনএইচ
আপনার মতামত লিখুন :