মুসবা তিন্নি: [২] চতুর্দিকে সমুদ্রপরিবেষ্টিত জাপান জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রাকৃতিক বাস্তুসংস্থান রক্ষা করতে দেশজুড়ে সাগরের অগভীর পানিতে সামুদ্রিক ঘাস রোপণের প্রকল্প নিয়েছে।
[৩] সেই প্রকল্পের অংশ হিসেবে শনিবার জাপানের গুরুত্বপূর্ণ বন্দরশহর ইয়োকোহামার সাগরতীরে জড়ো হয়েছিলেন ১০০ জন স্বেচ্ছাসেবী। তাদের উদ্দেশ্য ছিল সাগরের অগভীর পানিতে সামুদ্রিক ঘাস রোপণ করা। সূত্র: রয়টার্স
[৩] বিশ্বের কয়েকটি দীর্ঘতম সামুদ্রিক উপকূল রয়েছে দেশটিতে। সামুদ্রিক ঘাসের আবাদের জন্য এসব উপকূলকে বেছে নেওয়া হয়েছে।‘অ্যাসোসিয়েশন ফর শোর এনভায়ার্নমেন্ট ক্রিয়েশন’ নামের এই প্রকল্পের কর্মকর্তা ও সমুদ্রবিজ্ঞানী কেইতা ফুরুকাওয়া বলেছেন, ‘বাতাস থেকে কার্বন ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে এই ঘাস বেশ কার্যকর। তাই স্থলভাগে বৃক্ষ রোপণের পাশপাশি এই প্রকল্প নিয়েছে সরকার।’
[৪] জাপানের সমুদ্র বিজ্ঞানীদের এই দাবি যে সঠিক তার সাক্ষ্য মিলেছে দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের তথ্যেও। পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাপান উপকূলের অগভীর অংশের এসব ঘাসের বাগান পানি ও বাতাস থেকে শুষে নিয়েছে ৩ লাখ ৫০ হাজার টন কার্বন। সম্পাদনা: এম খান
আপনার মতামত লিখুন :