শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৫ জুন, ২০২২, ০৭:২৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২২, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির জন্মদিনে ফ্রি রিকশা দিলেন ঢাকার আবু তাহের

রাশিদুল ইসলাম : রিক্সায় উঠলেই ফ্রিতে ভ্রমণ। বছরের অন্য কোনও দিন না হোক, অন্তত ২৪ জুন এলেই তার রিকশার খোঁজে শুরু হয় তৎপরতা। সকলেই যে ফ্রি রাইড চান! ২৪ জুন প্রিয় মেসির জন্মদিন। আর পছন্দের সুপারস্টারের জন্মদিনে সকলকেই খুশি রাখতে চান বাংলাদেশের আবু তাহের। যিনি পেশায় রিকশা চালক। ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশে গত কয়েক মাসেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন আবু তাহের। ঢাকায় হাজার হাজার রিকশা ওয়ালার মধ্যেই ব্যতিক্রমী হিসাবে হাজির হয়েছেন তিনি। স্রেফ মেসিই নন। আর্জেন্টিনার জাতীয় দলের ঘোরতর সমর্থক তিনি। যে কোনও টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে গলা ফাটাতে দেখা যায় তাঁকে।

সেই সমর্থনের ছোঁয়াই যেন তাঁর রিকশায়। পুরো রিকশাই নীল-সাদা রঙে রাঙানো। মেসি-মারাদোনার ট্রফি উঁচিয়ে ধরার ছবিও সাঁটিয়েছেন।

বরাবরের মেসি-আর্জেন্টিনা অন্তঃপ্রাণ আবু তাহেরের কাছে বাংলাদেশের এক জনপ্রিয় টিভি চ্যানেল মেসির জন্মদিনের উপলক্ষ্যে তার পরিকল্পনা জানতে চায়। তখনই আবু তাহের সেই টিভি চ্যানেলকে জানিয়েছেন, “মেসির জন্মদিনে বিশেষ পরিকল্পনা রয়েছে। কোনও টাকা ছাড়াই মেসির জন্মদিনে তার সমস্ত ভক্তদের ২৪ এবং ২৫ তারিখে ঘোরাব। আমাকে টাকা দেওয়ার পরিবর্তে বরং সকলে মেসির জন্য প্রার্থনা করেন, যাতে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারেন উনি।”

এছাড়াও সেই টিভি চ্যানেলে তাহের নিজের আরও স্বপ্নের কথা খোলসা করেছেন, “মৃত্যুর আগে একটাই ইচ্ছা, মাঠে বসে যেন মেসির খেলা উপভোগ করতে পারি। সামর্থ্য থাকলে এবারই কাতারে যেতে পারতাম।”

দূর দুরান্তের গ্রহের বাসিন্দা মেসির কাছে কি পৌঁছবে এই বাংলাদেশি ভক্তের করুণ আবেদন!

  • সর্বশেষ
  • জনপ্রিয়