শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে নিজেদের ফেভারিট মানছেন লঙ্কান কোচ সিলভারউড

স্পোর্টস ডেস্ক: বিপিএল শেষ হয়েছে দুই দিনও হয়নি। এরইমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টি খেলে থাকায় স্বাভাবিকভাকে বাড়তি সুবিধা পাওয়ার কথা টাইগারদের। কিন্তু সেখানে বাংলাদেশের মাঠে সিরিজ খেলতে এসে নিজেদেরকে ফেভারিট মানছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই সিরিজের বাকি দুটি ম্যাচ ৬ ও ৯ মার্চে অনুষ্ঠিত হবে এই মাঠে।

রোববার (৩ মার্চ) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিলভারউড বলেন, প্রথমত, আমি আশা করছি দুই দলের মধ্যে খুব প্রতিযোগিতামূলক সিরিজ হবে। অতীতে যা হয়েছে সেটা ইতিহাস, এখন তা চলে গেছে। আমাদের যা করতে হবে তা হল আমাদের সামনে যা আছে তার উপর মনোনিবেশ করা। দুই পাশেই কিছু বিপজ্জনক খেলোয়াড় আছে। তাই আমি মনে করি দারুণ মজা হবে। -দ্য ডেইলি স্টার

তবে ফেভারিট কারা জানতে চাইলে নিজেদেরই এগিয়ে রাখেন এই কোচ, অবশ্যই আমি বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে আমি আগেই বলেছি, দুটি দলই ভালো যারা এই সিরিজ জেতার জন্য চেষ্টা করবে। কারণ আমরা সবাই এখন বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছি। তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সেরা ক্রিকেট খেলতে যাচ্ছি। আগেই বলেছি, আমি আশা করছি এটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। রিপোর্ট: আহমেদ ফয়সাল

এএফ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়