শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বরিশাল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে কোয়ালিফায়ার নিশ্চিত করতে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট এবং ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এই জয়ের মধ্য দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করলো ফরচুন বরিশাল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। এরপর তামিম ইকবালের সহজ ক্যাচ তালু বদ্ধ করতে ব্যর্থ হন সৈকত আলী। পরের বল থেকেই ব্যাট চালাতে থাকেন তামিম।

বরিশাল অধিনায়কের ব্যাটিং তাণ্ডব দেখে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্সও। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে ছুটতে থাকে বরিশাল। ২৫ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। পরের বলেই ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

এরপর তামিমকে সঙ্গ দেন ডেভিড মিলার। ১৩ বলে ১৭ রান করে মিলার আউট হলেও ৪১ বলে ফিফটি তুলে নেন বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত মুশফিকের ৬ বলে ৫ রান এবং তামিম ইকবালের ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে ভর করে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শুভাগত হোম, বিলাল খান এবং রোমারিও শেফার্ড একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি চট্টগ্রামের ওপেনার তানজিদ তামিম। ৩ বলে ২ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জশ ব্রাউন। অধিনায়ক শুভাগতো হোম করেন ২৪ রান। এছাড়া টম ব্রুস ১৭, রোমারিও শেফার্ড ১১, নিহাদুজ্জামান ১০, সৈকত আলী ১১ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়