শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে ফিক্সিং গুঞ্জন, বাংলাদেশিসহ ৪ ব্যক্তি থেকে দূরে থাকতে ক্রিকেটারদের পরামর্শ পিসিবির

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে এখন বইছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উন্মাদনা। সেই সঙ্গে বাড়ছে ফিক্সারদের আনাগোনাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো বড় টুর্নামেন্টেও ফিক্সারদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো।

ফিক্সারদের নজর থেকে ক্রিকেটারদের দূরে রাখতে সবরকমের চেষ্টাই করে টুর্নামেন্টের আয়োজকরা। সাদা পোশাকে টুর্নামেন্টে দায়িত্ব পালন করেন দুর্নীতি বিরোধী কর্মকর্তারাও। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) সেই ব্যবস্থা রয়েছে। -ক্রিকফ্রেঞ্জি

পিএসএলের এবারের আসরে ফিক্সিংয়ের শঙ্কা দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণে চার ব্যক্তি থেকে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে পিসিবি। এর মধ্যে রয়েছেন একজন বাংলাদেশিও। এ ছাড়া একজন পাকিস্তানেরই আঞ্চলিক ক্রিকেট কোচ, দুইজন ভারতীয়।

মূলত পিএসএলে অংশ নেয়া দলগুলোর জন্য সম্পূর্ণ হোটেল বুক দেয়নি পিসিবি। ফলে খেলোয়াড়রা ছাড়াও হোটেলে সাধারণ মানুষরা রয়েছে। এমনকি সেখানে বাইরের মানুষরা যাওয়া-আসাও করতে পারে। এ কারণে ফিক্সাররা সুযোগ নিতে পারে বলে মনে করেন পিএসএল।

ক্রিকেটারদের এরই মধ্যে সন্দেহভাজন এই চার ব্যক্তির ছবি দেখানো হয়েছে। এদের কেউ ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করলেই দুর্নীতি দমন কর্মকর্তাকে বিষয়টি জানাতে পরামর্শ দেয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পিএসএলের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৮ মার্চ হবে পিএসএলের ফাইনাল। পিএসএলের এবারের আসরের ম্যাচগুলো হচ্ছে চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। যার মধ্যে রয়েছে লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি ও করাচি। সব জায়গাতেই ক্রিকেটারদের সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়