শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সফর করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়াকাপের পর ভারত বিশ^কাপে ব্যর্থ হয়েছিলো বাংলাদেশ। এই ব্যর্থতার দায় হিসেবে প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সে কারণেই টি-টোয়েন্টি বিশ^কাপের আগেই প্রস্তুতির ঘাটতির সুযোগ না  রাখতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি জানান তিনি। এছাড়া বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত হয়েছে শান্ত-মুশফিকদের।

যুক্তরাষ্ট্রে এর আগে একবারই খেলেছে টাইগাররা। ২০১৮ সালে ফ্লোরিডায় ক্যারিবিয়দের বিপক্ষে দুটি ম্যাচ খেলছিল বাংলাদেশ। এবার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই সেখানে গিয়ে সিরিজ খেলার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে জালাল বলেন, প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। কোচ না থাকলে কী হবে। প্রস্তুতির ঘাটতি ছিল না। আমরা খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়। সূত্র: দ্য ডেইলি স্টার
তিনি আরো বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর আমরা পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হওয়ার কথা রয়েছে। গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুটি হবে যুক্তরাষ্ট্রে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে টাইগাররা। 

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়