শিরোনাম
◈ এবার বড় সুখবর মাদরাসা শিক্ষকদের জন্য  ◈ শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ নতুন করে আসা লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের ◈ রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব ◈ পুতুলের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ ◈ বাংলাদেশ এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ, প্রথম স্থানে কে? ◈ রিয়াল মা‌দ্রিদের আনচেলত্তি এখন ব্রা‌জি‌লেন কোচ,  ঘোষণা আস‌ছে শিগগিরই ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে দুর্নীতি-অনিয়মের ২৭টি অভিযোগ তদন্তে দুদক ◈ দ্বিগুণ ভ্যাট প্রস্তাবের পরিকল্পনা, বাড়তে পারে ফ্রিজ-এসির দাম ◈ সৌদি আরব নতুন যে বার্তা দিলো হজ পালন নিয়ে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ায় শান্তর এক বছরে বেতন ১ কোটি ১০ লাখ

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে দুর্দান্ত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তার উপর অনেক ভরসা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর। তিনি এবছর কোটি টাকার উপরে বেতন পাবেন বিসিবি থেকে। তিন ফরম্যাটে ‘এ প্লাস’ ক্যাটাগরি ও অধিনায়কত্ব মিলিয়ে তার প্রতি মাসে বেতন প্রায় ৯ লাখ টাকা। তবে। বেতন কমেছে সাকিব আল হাসানের। প্রায় ৮ লাখ টাকা বেতন পাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ওয়ানডে-টেস্ট আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে ২১ ক্রিকেটার এ বছর পাবেন বেতন। ৫ ক্যাটাগরিতে বেতন দেয় বিসিবি। এ’ প্লাস -এ -বি -সি- ডি। তিন ফরম্যাটেই আছেন এমন ক্রিকেটার সংখ্যা ৫ জন। এদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এ’ প্লাস ক্যাটাগরিতে।

তবে সব ফরম্যাটে আছেন বলেই তিন ফরম্যাট থেকেই শতভাগ বেতন পাবেন, তা নয়। নিয়মটা হচ্ছে প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ। দ্বিতীয় ক্যাটাগরি থেকে ৫০ আর তৃতীয় ক্যাটাগরি থেকে ৪০ ভাগ।

এই যেমন নাজমুল শান্ত। জাতীয় দলের নতুন অধিনায়ক এ ’প্লাস ক্যাটাগরিতে আছেন তিন ফরম্যাটেই। তবে টেস্টের শতভাগ মানে এই ক্যাটাগরিত থেকে সাড়ে ৪ লাখ টাকা। এরপর ওয়ানডের অর্ধেক মানে ২ লাখ। আর টি-টোয়েন্টি থেকে ১ লাখ ৪০ হাজার। এছাড়া ৩ ফরম্যাটে অধিনায়ক বলে প্রতি ফরম্যাটে ৪০ হাজার করে মোটে ১ লাখ ২০ হাজার টাকা অতিরিক্ত বেতন পাবেন তিনি। সবমিলিয়ে শান্তর মাসিক বেতন ৯ লাখ ১০ হাজার টাকা। বছরে যা দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখে।

অধিনায়কত্ব না করায় বেতন কমেছে সাকিব আল হাসানের। তারপরও তার মাসিক বেতন প্রায় ৮ লাখ টাকা। আর মুশফিক-লিটন-তাসকিনরা প্রায় ৬ লাখ টাকা করে। আর শুধু মাত্র ওয়ানডের চুক্তিতে থাকা মাহমুদউল্লাহ পাবেন ৪ লাখ টাকা। আর সবশেষ শেখ মেহেদি আর তানজিম সাকিব বেতন ১ লাখ। আর চুক্তিতে না থেকেও ইনজুরড এবাদত হোসেনের জন্য বিসিবির প্রনোদনা থাকছে ১ লাখ ৭৫ হাজার টাকা। 

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়