স্পোর্টস ডেস্ক: ফেডারেশন কাপে আবাহনী ও মোহামেডান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাবের লড়াইয়ে ২-১ গোলে জিতেছে মোহামেডান। এ জয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে আলফাজ আহমেদের দল।
ম্যাচের ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে। ব্রাজিলিয়ান ওয়াশিংটনের বাড়িয়ে দেওয়া বল ধরে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন তিনি।
খেলার দ্বিতীয়ার্ধে চিত্র বদলে দেয় মোহামেডান। ম্যাচের ৫০তম মিনিটে মুজাফররভের বাড়িয়ে দেওয়া বলে এমানুয়েল সানডে গোল শোধ করেন।
তিন মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে হাসান মুরাদের থ্রো আইভরিকোস্টের দোসো সিদি ব্যাক হেড পোস্টে ঢোকার আগে টোকা দিয়ে কাজের কাজটি করেন এমানুয়েল সানডে। ১-২ গোলে পিছিয়ে পড়ার পর আবাহনী ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি।
গত বছর ৩০ মে কুমিল্লায় এই টুর্নামেন্টের ফাইনালে মোহামেডান আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল। সাড়ে ৮ মাস পর আবার মুখোমুখি হয়েছিল সাদা-কালো আর আকাশি-নীলরা। এবারও বিজয়ের হাসি আলফাজের শিষ্যদের মুখে।
আপনার মতামত লিখুন :