শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে খেলার সম্ভাবনা লিওনেল মেসির

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে অলিম্পিক নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ব্রাজিলকে হারানোর পর রোমাঞ্চ ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। জয়ী আর্জেন্টিনার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিন্দন জানিয়েছেন এই মহাতারকা।

তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে মূল আলোচনা তার অলিম্পিকে খেলার সম্ভাবনা ঘিরে।

লিওনেল মেসিকে অলিম্পিকে নিতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় তার বন্ধু ও আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাসচেরানো। অলিম্পিকে বাছাইপর্বে অনূর্ধ্ব-২৩ দলকে খেলতে হলেও মূল পর্ব বেশি বয়সী ৩ জন ফুটবলারকে খেলানো যায়। বিশ্ব ফুটবলের অনেক বড় তারকাই খেলেছেন অলিম্পিকে। সূত্র: বিডিনিউজ২৪

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ী আর্জেন্টিনা দলে ছিলেন মেসি। এবার প্যারিস অলিম্পিকেও তাকে পেতে চান এখনকার দলের কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো।

‘লিওর সঙ্গে আমার যে সম্পর্ক, আমার বন্ধুত্বের কথা সবারই জানা। তার মতো একজন ফুটবলারের জন্য আমাদের সঙ্গী হওয়ার দুয়ার খোলা আছে সবসময়ই। তবে অবশ্যই ব্যাপারটি নির্ভর করবে তার ওপর, তার অন্যান্য অঙ্গীকারের ওপর।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেই রেখেছেন, তাকে (লিওনেল মেসিকে) গেমসে ফিরে পাওয়া হবে অলিম্পিক গেমসের জন্য অসাধারণ ব্যাপার।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার তিয়াগো আলমাদা স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আশা করি, অলিম্পিকে খেলার ইচ্ছা ও তাড়না তার থাকবে। সময় হলেই সবকিছু বোঝা যাবে। তবে তার সঙ্গে খেলতে পারলে তা হবে স্বপ্নের মতো।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার আর্জেন্টিনা ছাড়া মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে প্যারাগুয়ে।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়