মাকসুদ রহমান: [২] ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে সামনের বছরের জানুয়ারি মাসে আয়োজন করা হবে দেশটির প্রথম ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ফলে একই সময়ে বিপিএল আয়োজন করায় মানসম্মত বিদেশী খেলোয়াড় পাওয়া নিয়ে সংকট দেখা দিতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। হিন্দুস্তানটাইমস
[৩] চলতি বছর অনেকটা একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বিপিএল মাঠে গড়ানোয় বাড়তি পারিশ্রমিক ও তুলনামূলক বেশি প্রতিযোগীতা থাকায় বিশ্বের নামি দামি তারকারা বিপিএলের পরিবর্তে পিএসএলেই বেশি অংশগ্রহণ করেছিলেন।
[৪] সিএসএ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তাদের ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে পারিশ্রমিকের দিক দিয়ে আইপিএল ছাড়া অন্যান্য দেশের তুলনায় বেশি হবে। ২০০৯ সালে ভারতে নিরাপত্তার সংকট থাকায় সফলভাবে আইপিএল আয়োজন করে দক্ষিণ আফ্রিকা আগেই বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে নিজেদের সামর্থ্যরে জানান দিয়ে রেখেছে।
আপনার মতামত লিখুন :