স্পোর্টস ডেস্ক: কী করেছেন তিনি অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজেও হয়তো বুঝে উঠতে পারেননি। অদ্ভুতভাবে আউট হলেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময়ে হাত দিয়ে বল আটকিয়ে অঘটনের জন্ম দেন। নিউজিল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে আউট দেওয়া হয় মুশফিককে। এই ধরনের আউটকে ক্রিকেটে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। ৮৩ বলে ৩৫ রান করে প্রথম বাংলাদেশি হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক।
ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে এই আউট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে।
কিউই পেসার কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। ডানহাত দিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে বলটি ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আউটের আবেদন করলে তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। তথ্যসূত্র, চ্যানেল২৪
আপনার মতামত লিখুন :