শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫১ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৭- বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্যে তৃতীয় স্থানও জুটলো না 

স্পোর্টস ডেস্ক: এই বিশ্বকাপে দুদান্ত খেলেছিলো আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের দাপুটে খেলার জন্য সুনাম কুড়িয়েছে বিশ্বজুড়ে। যেখানে তারা হারিয়ে দিয়েছিল আসরের অন্যতম ফেভারিট ব্রাজিলকেও। এরপর সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয় জুনিয়র আলবিসেলেস্তেদের। - গোল ডটকম 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে সম্মান নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু সেখানেও তারা হেরে গেলে 'অখ্যাত' আফ্রিকান দল মালির কাছে। ফলে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করলো আর্জেন্টাইন যুবারা। অন্যদিকে ইতিহাস গড়লো মালি।

শুক্রবার ইন্দোনেশিয়ার সুরাকার্তায় অবস্থিত মানাহান স্টেডিয়ামে মালির যুবারা ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচের নবম মিনিটেই স্ট্রাইকার ইব্রাহীম দিয়ারার গোলে এগিয়ে যায় মালি। এরপর ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্ট্রাইকার মামাদু দম্বিয়া।  

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উল্টো শুরুর দিকে আরও এক গোল হজম করে আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে ইব্রাহীম দিয়ারার পাসে লক্ষ্যভেদ করেন মালির মিডফিল্ডার হামিদু মাকালু। বাকি সময় আর্জেন্টিনা ব্যবধান কমাতে পারেনি।  

তবে ফলাফল দেখে ম্যাচের আসল চিত্র বোঝা যাবে না। কারণ বল দখল থেকে শুরু করে গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনাকে কার্যত কোণঠাসা করে রেখেছিল মালি। দলটি মোট শট নিয়েছে ৩৩টি, যার মধ্যে ১৫টিই ছিল গোলমুখে। বিপরীতে আর্জেন্টিনা শট নিয়েছে সাকুল্যে ৮টি, যার ৪টি গোলমুখে ছিল।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়