শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:১৩ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপেনহেগেনের বিপক্ষে গোল শূন্য ড্র করলো বায়ার্ন মিউনিখ

সাঈদুর রহমান: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এ’ গ্রুপের ম্যাচে বুধবার দিবাগত রাতে কোপেনহেগেনের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ফলে চলতি আসরে প্রথম বার পয়েন্ট খোয়ালো জার্মান জায়ান্টরা।

এদিন ঘরের মাঠে পুরো ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রেখেছিলো হ্যারি কেনরা। ৬৩% বল দখলে রেখে ৬৮৬টি পাস খেলে ৯ শট করে বায়ার্ন। তবে  কোপেনহেগেনের জালে বল জড়াতে পারেনি ব্যাভারিয়ান্সরা।

বিপরীতে ৩৭% বল দখলে রেখেছিলো কোপেনহেগেন। ৪১৭টি পাস খেলে ৮টি শট করেও গোলের দেখা পায়নি তারাও।

এদিন ম্যাচের শুরু থেকেই বেশ সাদামাটা দেখা যায় বায়ার্ন ও কোপেনহেগেনকে।  ছোট ছোট পাসে খেলা গড়ালেও ম্যাচে ২৪ মিনিটে ফাউল করে বসেন পর্তুগিজ উইঙ্গার ডিয়োগা গণক্যাল্ডস। এতে হলুদ কার্ড দেখেন তিনি। প্রথমার্ধে  গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৫ মিনিটে আক্রমণ করেন বায়ার্ন মিউনিখ স্টাইকার হ্যারি কেইন। তবে তাকে অবৈধভাবে প্রতিহত করেন রাসমুস ফাল্ক। এতে হলুদ কার্ড দেখেন এই ডেনমার্ক তারকা।

এরপর পুরো ম্যাচে আক্রমণ প্রতিআক্রমণ করে খেলা চললেও,  তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি দুই গোলরক্ষকের। ফলে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

গ্রুপ পর্বে এখনো পর্যন্ত ম্যাচ খেলে কোনো ম্যাচ হারেনি ব্যাভারিয়ান্সরা। চার ম্যাচ জয়ের বিপরীতে একটিতে ড্র করে এ’ গ্রুপের টেবিলের শীর্ষে বায়ার্ন। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে কোপেনহেগেন। দুইটিতে ড্র করে  ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়