সাঈদুর রহমান: সিলেট টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের থেকে ৪৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিলো কিউইরা। ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছিলো সফরকারীরা।
বৃহস্পতিবার তৃতীয় দিনে দুর্দান্ত শুরু করে আগের দিন অপরাজিত থাকা টিম সাউদি ও কাইল জেমিসন। দুজনের ব্যাট থেকে আসে ৫১রান। এদিন প্রথম সেশনের ১৮তম ওভারে এই দুই ব্যাটার আউট করেন মুমিনুল হক। জেমিসন (২৩) ও টিম সাউদি আউট হন ৩৫ রান। এতে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এছাড়াও তিন উইকেট শিকার করেন মুমিনুল হক। শরিফুল, মিরাজ ও নাঈম হাসানরা একটি করে উইকেট নেন।
এসআর/এইচএ
আপনার মতামত লিখুন :