শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৫:৪৮ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে টাইগারদের থেকে ৪৪ রানে পিছিয়ে কিউইরা

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম দিনটা টাইগারদের হলেও, দ্বিতীয় দিনটা ছিলো কিউইদের। যেখানে সেঞ্চুরির দেখা পেয়েছেন কেন উইলিয়ামসন। তবে দ্বিতীয় দিন শেষে টাইগারদের থেকে এখনো ৪৪ রানে পিছিয়ে কিউইরা।

সিলেট টেস্টে এক উইকেট হাতে রেখে ৩১০ রানে প্রথম দিন শেষ করেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। মিরাজ-শান্তদের ৩১০ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে ২৬৬ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও  টম লাথাম। তবে ইনিংস বড় করতে পারেনি দুই জনের কেউই। ২১ রানে লাথাম আউট হলে, ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন কনওয়ে। তবে পিচের অপর প্রান্তে থিতু হন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। ১৯ রানে হেনরি নিকোলস আউট হলে, ৪১ রান করে কেনকে সঙ্গ দেন ড্যারিল মিচেল। 

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি টম ব্লান্ডেল। ৬ রানে ব্লান্ডেল আউট হলে, ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। অন্যদিকে নিয়ন্ত্রিত ব্যাট করে ১৮৯ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। এরপর পিচে থিতু হতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ১০৪ রান করেন তিনি। ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে অপরাজিত আছেন কাইল জেমিসন (৭*) ও টিম সাউদি (১*)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এছাড়াও শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও মুমিনুল হক একটি করে উইকেট শিকার করেন।

এর আগে ৯ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিলো স্বাগদিকতরা। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই আউট হন শরিফুল ইসলাম। এতে তার ১৩ ও তাইজুলের অপরাজিত ৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়