শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট টেস্টের প্রথম দিনে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ 

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো টাইগাররা। ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৮৫ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

প্রথম সেশন:

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলো দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে ইনিংস বড় করতে পারেনি জাকির হাসান। ১২ রানে আউট হন তিনি। এরপর জয়কে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৭ রান করে ক্যাচ আউট হন শান্ত। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান।

দ্বিতীয় সেশন: 

মুমিনুল হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জয়। ৯৩ বলে ফিফটি পূরণ করেন এই ডান হাতি ব্যাটার। দুজনের নিয়ন্ত্রিত ব্যাট করে রান তুলতে থাকেন। তবে নিজেদের ধরে রাখতে পারেনি এই দুই ব্যাটার। ৩৭ রান করে ৫২.৫তম ওভারে ক্যাচ আউটে শিকার হন মুমিনুল হক। এর পরের ওভারে ৮৬ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন জয়ও। সোধির বলে স্লিপে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান।

তৃতীয় সেশন:

জয় ও মুমিনুলের বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দেন অভিষিক্ত শাহাদাত হোসেন। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ১২ রান করে আউট হন তিনি। এরপর মিরাজ ২০ রান করে আউট হলে, ২৪ রান করে তার দেখানো পথে হাঁটেন শাহাদাতও। এদিন পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন নুরুল হাসান সোহান। ২৯ রানে কাঁটা পড়েন এই্ উইকেট কিপার ব্যাটার। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের ৮* রান এবং শরিফুলের অপরাজিত ১৩ রানে ভর করে প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন গ্লেন ফিলিপস। এছাড়াও কাইল জেমিসন ও আজাজ প্যাটেল দুইটি করে উইকেট শিকার করেন। এক উইকেট নেন ইশ সোধি।

এসআর/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়