শিরোনাম
◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৪১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকুয়েডরকে বিধ্বস্ত করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ইন্দোনেশিয়ায় চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ৩-১ গোলে ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলকে বিধ্বস্ত টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার সুরকারতার মানাহান স্টেডিয়ামে বাংলাদেশ সময়  দুপুর আড়াইটায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ১৪ মিনিটের মাথায় এস্তেভাওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। কাউয়া ইলিয়াসের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন এস্তেভাও। 

বিরতির আগে যোগ করা অতিরিক্ত সময়ে মাইকেল বারমুডেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। ম্যাচের প্রথমার্ধে ইকুয়েডর ব্রাজিলকে ভালোই চাপে রাখে। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালাতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সূত্র: চ্যানেল২৪

ম্যাচের ৭০ মিনিটে ফের গোলের দেখা পায় এস্তেভাও। এতে ২-১ এ এগিয়ে সেলেসাওরা। ২০ মিনিট পর ৯০তম মিনিটে লুইগির গোলে ব্যবধান বাড়ায় নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা। এতে শেষ পর্যন্ত ৩-১  গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

তবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরুটা মোটেও ভালো হয়নি। ইরানের কাছে ৩-২ গোলের পরাজয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা।  ক্যালেডোনিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মাতে সেলেসাওরা। ৯-০ গোলে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে জয় পায় ব্রাজিলের ভবিষ্যৎ তারকারা। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয় ব্রাজিলকে। শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হতে হয় তাদের। সেই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়