শিরোনাম
◈ ২৭ বাংলাদেশির বাঁচার আকুতি, চাইলেন সরকারের সাহায্য ◈ পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি ◈ ৩২ নম্বরের আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরে মিললো মানুষের চোখ ও চুল! (ভিডিও) ◈ ইউরোপিয়ান ফুটবলে বার্সেলোনা ও লিভারপুলের জয়, ইন্টার মিলানের পরাজয় ◈ আ.লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে : আসিফ মাহমুদ ◈ সরকার বিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার ◈ প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান ◈ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভারতে বসে কীভাবে দল চালাচ্ছে আ.লীগ নেতারা? ◈ ফের ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা: টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি প্রো লিগে রোনালদোর গোলে জিতলো আল-নাসর

স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারিয়ে অর্থাৎ ড্র নিয়ে মাঠ ছাড়তে হতো আল নাসরকে। কিন্তু দলের সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ পর্যন্ত জয়সূচক গোল করে স্বস্তি এনে দেন। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে জেতান তিনি। সূত্র: গোল ডটকম

শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-তা’য়ি। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় রোনালদোর দল। নাসরের পক্ষে রোনালদোসহ গোল করেছেন অ্যান্ডারসন তালিসকা। আল-তা’য়ির হয়ে একমাত্র গোলটি করেছেন ভার্জিল মিসিদজান।  

ম্যাচের ৩২ মিনিটে তালিসকার গোলে এগিয়ে যায় নাসর। তবে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে সেই গোল শোধ করে খেলায় সমতা টানেন তা’য়ির ফরোয়ার্ড মিসিদজান। এভাবে ১-১ গোলের সমতা নিয়েই শেষদিকে গড়ায় ম্যাচ। কিন্তু তখনই পেনাল্টির সুযোগ পায় রোনালদোর দল। আর সেই পেনাল্টি শট থেকে সফল কিকের মাধ্যমে আল-নাসরের জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। 

৮ ম্যাচ শেষে ৬টি জয় ও ২টি হার নিয়ে আল-নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮-তে। তাতে টেবিলের চারে রয়েছে দলটি। অপরদিকে সমান ম্যাচ খেলে ২ জয়, ১ ড্র ও ৫ হার নিয়ে আল-তা’য়ি ৭ পয়েন্ট নিয়ে রয়েছে ১২তম অবস্থানে। ৮ ম্যাচ থেকে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নেইমার জুনিয়রদের দল আল-হিলাল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়