শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০১:৫৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনি এখনো দলকে ট্রফি উপহার দিতে পারেন: ওয়াসিম আকরাম 

স্পোর্টস ডেস্ক: গত যুগ ধরে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি ভারত। ধোনি দায়িত্ব ছাড়ার পর কোহলির নেতৃত্বেও ব্যর্থ ভারত। এবার দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়ানডে বিশ^কাপে নিজেদের সেরাটা দেওয়ায় অপেক্ষায় কোহলি-জাদেজারা। তবে ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে দুটি ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত। সূত্র: কালের কন্ঠ

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫টি শিরোপা জিতে নেয়। সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

তিনি বলেন, ধোনির অভিজ্ঞতা আছে, প্রশান্তি আছে এবং একই সঙ্গে তিনি শারীরিকভাবেও বেশ ফিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের খেলার আবেগ আছে। আপনি যতই ফিট হোন না কেন, আপনার যদি আবেগ না থাকে তবে আপনি পারফর্ম করতে পারবেন না। সূত্র: ক্রিকইনফো

তিনি আরো বলেন, ধোনির পারফরম্যান্স বিবেচনা করলে দেখা যাবে। তিনি চাইলে ভারতের হয়ে খেলতে পারতেন। কিন্তু তিনি সঠিক সময়ে অবসর নিয়েছেন এবং সেই কারণেই ধোনিই ধোনি। ধোনি যেকোনো দলকে ফাইনালে নিয়ে যেতে পারে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল  আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়