শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালের হয়ে এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন রোনালদো

রোনালদো

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের স্বপ্ন নিয়ে পর্তুগালকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসরে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা ফুটবলার। কোচের সঙ্গে বিবাদের জেরে বেঞ্চে বসে থাকা রোনালদোর সেই দৃশ্যকে অনেকেই ফুটবলের একটা অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখছিলেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ম্যাচ শেষে টানেল দিয়ে রোনালদোর অশ্রুসজল বিদায় আক্ষরিক অর্থেই একটা যুগের সমাপ্তি হিসেবে ধরা হয়েছিল। তবে বিশ্বকাপের পর রোনালদো যেন আবারও নিজেকে নতুন করে খুঁজে নিয়েছেন পর্তুগাল দলে। নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাকে ঘিরেই সাজাচ্ছেন জাতীয় দলের পরিকল্পনা। সূত্র: স্ট্রেইট টাইমস

বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। মৌসুম শেষ করে জনকল্যাণমূলক কাজের জন্য সিঙ্গাপুর সফর করেন এই তারকা। সেখানে রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের করা হলে, জবাবে পর্তুগালের হয়ে আবারো বিশ্বকাপে অংশ নেওয়ার কথা বলেন তিনি। রোনালদো বলেন, আমি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। আমি মনে করি, লক্ষ্যটাকে স্বল্প ও মধ্য মেয়াদি ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এরপর দেখা যাক, কী হয়। তবে এখনো দেশের হয়ে বিশ্বকাপে মাঠে নামার স্বপ্ন দেখি। 

সম্প্রতি সৌদি আরবে তার খেলা নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। সৌদি আরবে তিনি নাকি মানিয়ে নিতে পারছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছিলো, রোনালদো আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন। সৌদি আরব ‘আধুনিক সমাজ থেকে অনেক পিছিয়ে’ এমনটাই নাকি মনে করেন এই পর্তুগিজ তারকা। সূত্র: মুন্দো দেপোর্তিভো

কিন্তু সৌদি প্রো লিগকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আগামী মৌসুমেও আল নাসরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হতে সৌদি প্রো লিগকে আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়