শিরোনাম
◈ শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে রণক্ষেত্র যশোর এমএম কলেজ ◈ ছয় বছরের শিশু ও গর্ভবতী নারীও গুমের শিকার হয়: কমিশনের প্রতিবেদন ◈ বাংলাদেশ দখল করতে ভারতের ভয়াবহ পরিকল্পনা! (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কী? ◈ র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা লুট, ৭ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ (ভিডিও) ◈ শপথ নিয়েই ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ও বাইডেনের গুরুত্বপূর্ণ নীতি বাতিল ট্রাম্পের ◈ রিজার্ভ চুরিতে জড়িতদের দেশত্যাগ রোধে কঠোর অবস্থানে সরকার ◈ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প (ভিডিও) ◈ ফের বাড়ল ৬ সংস্কার কমিশনের মেয়াদ ◈ ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে ইয়ান বোথামের রেকর্ড ভাঙলেন ওলি পোপ

স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টের দুইদিন শেষে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। রেকর্ড গড়া ব্যাটিংয়ের পর আইরিশদের কোণঠাসা করে রেখেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ইনিংস পরাজয় এড়াতে আরো ২৫৫ রান করতে হবে আয়ারল্যান্ডকে, হাতে ৭ উইকেট। সূত্র:  ক্রিকইনফো

আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট করে। ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম দিনেই ১ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলে ফেলে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে তারপর থেকে খেলতে নেমে ব্যাট হাতে তাণ্ডব শুরু করে দুই ইংলিশ ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপ।

পোপ ঝড়ের গতিতে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন ডাকেট। ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকানো মাত্রই লর্ডসে সর্বকালীন একটি টেস্ট রেকর্ড ভেঙে দেন ডাকেট। এই মাঠে ছেলেদের টেস্টে সব থেকে কম বলে ১৫০ রান করার নজির গড়েন তিনি।

এতদিন এই রেকর্ড ছিল স্যার ডন ব্র্যাডম্যানের নামে। তিনি ১৯৩০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রান করেছিলেন ১৬৬ বলে। বেন ডাকেট শেষমেশ ২৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৮ বলে ১৮২ রান করে আউট হন।

পোপ ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। ২২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০৭ বলে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন তিনি, ভেঙে দেন ইয়ান বোথামের রেকর্ড।

এতদিন ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ডাবল সেঞ্চুরির নজির ছিল বোথামের। তিনি ১৯৮২ সালে ওভালে ভারতের বিপক্ষে ২২০ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। পোপ ২০৮ বলে ২০৫ রান করে আউট হন।

এদিকে আগ্রাসী মেজাজে ব্যাট করে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন জো রুট। তিনি ৪টি চার একটি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৬ রান করে আউট হন।

লর্ডসে অর্ধশতরান করার পথে জো রুট বিশ্বের ১১ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্টে ১১ হাজার রানও পূর্ণ করে ফেলেন। অ্যালেস্টার কুকের পরে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন রুট। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়