সাইদুর রহমান: গত রোববার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইপিএলে ফাইনাল মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা গড়াই রিজার্ভ ডে তে। সোমবার আইপিএলের ১৬ তম আসরের ফাইনালে পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে গুজরাট টাইটান্স কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চেন্ন সুপার কিংস। ব্যাটিংয়ে নেমে চেন্নাইকে ২১৫ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান শাহা ও শুবমান গিল। ২০ বলে ৩৯ রান করে সাঁজ ঘওে ফেরেন গিল। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন শাহা। ৩৯ বলে ৫৪ রান করে শাহা আউট হলে, চেন্নাই বোলার অতঙ্কেও কারণ হয়ে দাঁড়াই সুদর্শন বলে বলে বাউন্ডারি হাকিয়ে রান তোলেন এই ভারতীয় ব্যাটার। তবে ৪৭ বলে ৯৬ রান কওে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। অপর প্রান্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ১২ বলে ২১ রানের ইনিংসে ২১৪ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স।
চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা। এছাড়া রর্বীদ্র জাদেজা ও দিপক চাহর একটি করে উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/এসএ
আপনার মতামত লিখুন :