শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:৫১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন জেসন রয়!

জেসন রয়

স্পোর্টস ডেস্ক: আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি বাতিল করবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়। তাকে দুই বছরের জন্য প্রায় তিন লাখ পাউন্ডে চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। - ডেইলি মেইল

২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেসন রয়। তবে গত গ্রীষ্মে তিনি দলে জায়গা হারান। জায়গা পাননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। এসব কারণেই হয়তো জেসন রয় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

এই খবর যদি সত্যি হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে তাের সুযোগ পাওয়া কঠিন হবে। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও সুযোগটি লুফে নিতে চান আগামী অক্টোবর পর্যন্ত ইনক্রিমেন্টাল চুক্তিতে ইসিবির সাথে চুক্তিবদ্ধ জেসন রয়। - কালেরকণ্ঠ

জানা গেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে জেসন রয় গত কয়েক সপ্তাহ ধরেই ইসিবির সাথে কথা চালিয়ে যাচ্ছেন। একই সময়ে মেজর লিগ ক্রিকট লিগ, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি থাকায় বিপত্তি ঘটবে।

এতে যুক্তরাষ্ট্রে খেলার অনাপত্তিপত্র পেতে গেলে ইসিবির সঙ্গে ইনক্রিমেন্টাল চুক্তি বাতিল করতে হবে জেসন রয়কে।  ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে মেজর লিগে চুক্তি করবেন জেসন রয়।  সম্পাদনা :এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়