স্পোর্টস ডেস্ক: গ্র্যান্ডমাস্টার দাবায় বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টারের ছন্দময় পথচলায় ছেদ পড়লো। ভিয়েতনামে চলমান এই প্রতিযোগিতায় প্রথম হারের তেতো স্বাদ পেয়েছেন তিনি। ভিয়েতনামের হ্যানয়ে বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে স্বাগতিক দেশের ইন্টারন্যাশনাল মাস্টার ত্রান মিন থাংয়ের কাছে হেরে যান ফাহাদ।
হারানো ছন্দ ফাহাদ ফিরে পাননি একই দিনে হওয়া অষ্টম রাউন্ডেও। ফিলিপিন্সের ইন্টারন্যাশনাল মাস্টার এরিক লাবোগ জুনিয়রের বিপক্ষে করেন ড্র। বিডিনিউজ
ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এই প্রতিযোগিতায় শীর্ষে ছিলেন ফাহাদ। সপ্তম ও অষ্টম রাউন্ডের ব্যর্থতায় এক ঝটকায় তৃতীয় স্থানে নেমে গেছেন বাংলাদেশের এই দাবাড়ু। চার জয় ও তিন ড্রয়ে সাড়ে ৫ পয়েন্ট তার। নবম ও শেষ রাউন্ডে ফাহাদ লড়বেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের বিপক্ষে।সম্পদনা: এল আর বাদল
এলআরবি/এএ
আপনার মতামত লিখুন :