শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৫ মে, ২০২৩, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ভাই এখন বিশ্বাস করবেন আমি বল করতেও পারি: শান্ত

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাটে নেমে দারুণ শুরুর পর এক পর্যায়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আইরিশরা। তবে ৪০ তম ওভারে সেট ব্যাট্সম্যান হ্যারি টেক্টরকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাজমুল হাসান শান্ত। সেই সঙ্গে আন্তজার্তিক ক্রিকেটে প্রথম উইকেট শিকার করেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে তাকে নিয়মিতই বল হাতে বাজিমাত করতে দেখা যায়। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান শান্ত, এদিন ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি তিন ওভার বোলিং করে ১০ রান খরচ করে এক উইকেট শিকার করেন। 

ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে শান্ত বলেন, আমি আমার কাজটা করে গেছি। রঙ্গনা হেরাথের সঙ্গে আমি অনেক অনুশীলন করেছি, সেটাই কাজে দিয়েছে। অধিনায়ক আমাকে বল করতে বলেন। বোলিংয়ের সময় মিরাজ অনেক সাহায্য করেছে। আমি তার (মিরাজ) নির্দেশনা মেনে বল করেছি। আমি মিরাজের অ্যাকশন অনুসরণ করার চেষ্টা করেছি, যদিও পুরোপুরি পারিনি।

এখন থেকে শান্ত অলরাউন্ডার বলা যাবে কি না ধারাভাষ্যকারের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো অলরাউন্ডার হয়ে উঠিনি। তবে তামিম ভাই সম্ভবত এখন বিশ্বাস করবেন, আমি বলটাও করতে পারি। আর প্রথম সেঞ্চুরিটা ছিলো স্পেশাল। আশা করি, ব্যাটিং ফর্মটা ধরে রাখতে পারবো। দর্শকদের দেখতে খুব ভালো লাগছে। আমরা যেখানেই খেলতে যাই, তারা আসেন। তাদের কাছে কৃতজ্ঞ। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়