স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসরের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। আরটিভি
আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারতের মোট ১২টি শহরে। টানা ৪৬ দিন ধরে এ প্রতিযোগিতা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ক্রিকবাজ
চলমান আইপিএলের পর বিশ্বকাপের সূচি চূড়ান্ত করবে আয়োজক দেশ ভারত ও আইসিসি। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা আহমেদাবাদ ছাড়াও কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গৌহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে।
এদিকে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়েতে বাছাইপর্ব পেরিয়ে জায়গা নেবে।
সেখানে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দলের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল।
ক্রিকবাজ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানায়, রোহিত শর্মারা তাদের প্রথম ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, চেন্নাইতে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের জন্য আহমেদাবাদকে বেছে নিতে চায় বিসিসিআই। এই ম্যাচটি মাঠে গড়ানোর কথা আগামী ১৫ অক্টোবর।
বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। তবে দেশটিতে খেলতে অংশগ্রহণে অসম্মতি জানিয়ে আসছে ভারত। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তানও। তারাও জানিয়ে দেয়, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। তবে শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। বাবর আজমদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/এসবি২
আপনার মতামত লিখুন :