স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক করলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। রোববার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন অর্জুন।
পেটের সমস্যার কারণে এদিন অধিনায়ক রোহিত শর্মা মাঠে নামতে পারেননি। তার বদলে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন। আর তার নেতৃত্বেই আইপিএল অভিষেক হল শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের।
বাবা বিখ্যাত ব্যাটার হলেও ছেলে হয়েছেন পেসার। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তার দল। অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করান ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার মাত্র ৫ রান দেন। কোনো বাউন্ডারি হজম করেননি।
উল্লেখ্য, নিলামের শেষ মুহূর্তে অর্জুনকে কিনেছিল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/একে
আপনার মতামত লিখুন :