নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৫রানে লিটনকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর ৪ রান করে সাঁজ ঘরে ফেরনে নাজমুল হাসান শান্ত। এদিন ইনিংস বড় করতে পারেনি রনি তালুকদার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপ মুক্ত করতে ব্যর্থ টাইগার অধিনায়ক । সাকিব ৬ এবং ১২ রান করে তাওহীদ হৃদয় ক্যাচ আউটে কাটা পড়েন। আইরিশ বোলারদের তোপে ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা।
আপনার মতামত লিখুন :