শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ১২:১৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের জমকালো উদ্বোধন 

নরেন্দ্র মোদি স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: বিশ্বের ক্রিকেট প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটছে শুক্রবার। এদিন বিশ্বের বড় ফ্রাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের ( আইপিএল) ষোলতম আসর মাঠে গড়াবে।  ১০ দল দুই গ্রুপে সমান ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১২ ভেন্যুতে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত থেকে শুরু হবে ব্যাটে বলের লড়াই। প্রতিবারই এই প্রতিযোগিতায় থাকে চমক। এবারও ব্যতিক্রম নয়। থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো নিয়ম, যা বদলে দিতে পারে ২০ ওভারের এই প্রতিযোগিতার যাবতীয় কৌশল। উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামছে গতবারের বিজয়ী গুজরাট টাইটান্স। প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। 

খেলা শুরুর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। পারফর্ম করবেন রশ্মিকা মন্ধানা এবং তামান্না ভাটিয়া। এই দু’জনের পারফর্ম করা প্রায় নিশ্চিত। এছাড়াও শোনা যাচ্ছে গান গাইবেন অরিজিৎ সিং। অভিনেতা টাইগার শ্রফ এবং ক্যাটরিনা কাইফেরও পারফর্ম করার কথা শোনা যাচ্ছে। - আজকাল

আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু, দিল্লি,  পঞ্জাব ও লখনউ। লখনউ মোটে একবারই খেলেছে আইপিএল। বিরাট কোহলি অবশেষে কাক্সিক্ষত আইপিএল ট্রফি হাতে তুলতে পারেন কি না, বা ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি চমকে দিতে পারে কি না, সে দিকে নজর থাকবে অনেকেরই। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়