নিজস্ব প্রতিবেদক: দারুণ ছন্দে বাংলাদেশ ক্রিকেট দল। বিগত কোনো সিরিজে তাদের জয়ের ধারাবাহিকতা দেখা যায়নি। চলতি বছরে আইসিসির দ্বিপাক্ষীক সিরিজে দুর্দান্ত শুরু বাংলাদেশের। চলতি মাসেই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে লাল-সবুজের দেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও আইরিশদের হারিয়ে দেয় টাইগাররা।
বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের অনন্য গৌরব অর্জন করবে টাইগার সেনারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের খেলা শুরু হবে। সিরিজ জিততে খুব একটা চাপ অনুভব করছে না টাইগার সেনারা। প্রথম ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে দল জিতবে বলে মনে করেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
প্রথম ম্যাচের ভেল্যুয়েবল ক্রিকেটার তাসকিন আহমেদ বললেন, ক্রিকেটের শেষ বলে কিছু নেই। আয়াল্যান্ডকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তাদের বিরুদ্ধে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছি। তার মানে এ নয়, আমরা সিরিজ জিতে গেছি। বুধবার আমাদের আরো ভালো খেলতে হবে। আয়ারল্যান্ড চাইবে ঘুরে দাঁড়াতে। তারা সেরাটা দিয়েই লড়বে আমাদের বিরুদ্ধে। কথাটা মাথায় রেখেই আমাদের মাঠে নামতে হবে। সিরিজ জিততে হলে আমাদের সবাইকে অলরাউন্ড পারফরম করতে হবে।
আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং বলেছেন, বাংলাদেশ ঘরের মাঠে সব সময়ই ভালো দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে সেটা আবারো প্রমাণ করেছে। আমাদের হারানোর কিছু নেই। সিরিজে সমতা আনতে আমাদের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এএ
আপনার মতামত লিখুন :