শিরোনাম
◈ ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে গেলো বাংলাদেশ ◈ রাহাত ফতেহ আলী খান ৩ কোটি ৪০ লাখ টাকা  বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন ◈ চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনে ভারতের মুখোমুখি বাংলাদেশ! ◈ একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে, সৌদি আরবে প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু ◈ আইজকে থিক্যা সব হিসাব কিতাব তুই দিবি, যদি না দ্যাস, তোরে কিন্তু একদম : চাপাতি হাতে সন্ত্রাসী ◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের মাইন্ড ট্রেনার

সাবিত রায়হান যেভাবে বদলে দিলেন তাসকিন ও সাব্বিরকে 

সাবিত রায়হান ও তাসকিন

স্পোর্টস ডেস্ক: মানসিক চাপ সামলে যে সব ক্রিকেটার এগিয়ে যেতে পারে তারাই মূলত সফল খেলোয়াড়। গত বছরে পেসার তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোষ্ট করেন। সেখানে দেখা যায় জ্বলন্ত আগুনের ওপর দিয়ে কোনো সমস্যা ছাড়াই হেঁটে যাচ্ছেন তিনি। না, কোনো জাদু মন্ত্র নয় স্রেফ মনের জোরেই এমন কঠিন এক কাজ করে বসলেন টাইগার পেসার। মনকে নিয়ন্ত্রণ করছেন তিনি। মাঠে সেরাটা দেয়ার জন্য এই ট্রেনিং করেছেন বলে জানান তাসকিন। চ্যানেল২৪

এবার মানসিক চাপ সামলাতে জোর দিয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। যুব দলের মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের ট্রেনিংয়ে রীতিমতো বদলে গেছেন তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান। প্রায় হারিয়ে গিয়ে দুর্দান্তভাবে ফিরে আসা তাসকিন আহমেদ অনেক দিন ধরেই এই মাইন্ড ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এই বিশেষজ্ঞের মতে, শরীর আর মন একই সঙ্গে কাজ করে। এই দুটোর সমন্বয় হলেই মানুষ নিজের মধ্য থেকে সেরা কাজটা বের করে আনতে পারে।

সাবিত রায়হান জানান, একদিন একজন পেশাদার মানুষ সফল হবেন আরেকদিন তিনি বাজে পারফর্ম করবেন। এটা দিয়ে আমার কাজের পুরোপুরি মূল্যায়ন পাওয়া যায় না। এটা শুধু খেলার মাঠে প্রভাব ফেলে তা নয়, এটা একটা মানুষকে ভাবতে সহায়তা করে। অনেক সময়ই দেখা যায় আমরা স্থির থাকতে পারি না কোনো একটা বিষয়ে চিন্তা করতে গিয়ে। এই চিন্তার অস্থিরতা দক্ষতা আর কার্যকারিতার মধ্যে একটা দূরত্ব তৈরি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়