নিজস্ব প্রতিবেদক: ১৯ ওভারে দুইশত পেরিয়েছে সাকিব বাহিনী। তবে ২০ তম ওভারের দুই বল পরেই বৃষ্টি নামে। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানে ব্যাটিংয়ে ছিলো বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে ৩৮ বলে ৬৭ রান করে সাজঘরে ফিরে গেছেন রনি তালুকদার। তার আগে ভালো শুরু করে দ্রুত আউট হন শান্ত। ক্রিজে আছেন শামীম পাটোয়ারী ও তৌহিদ হৃদয়।
ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
ব্যাটে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। স্পিন দিয়ে শুরু করলেও ১১রান তোলেন লিটন। মাত্র ৪ ওভারেই অর্ধশত পূরণ করে বাংলাদেশ। লিটনের ৪১ রান ও রনির ৩৮ রানের মারকুটে ইনিংসের পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান।
আপনার মতামত লিখুন :