স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দারুণ খেলে আয়ারল্যান্ডকে হারানোর পথে রয়েছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রানে ব্যাট করছে টাইগাররা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় খেলায় বড় সংগ্রহ করলেও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে শেষ ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নেয় প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী দলটি। ২৮.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয়েছে তারা।
স্বাগতিক বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১০২ রান। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। অন্যদিকে, আইরিশরা জিততে পারলে সিরিজ ড্র হবে।
শুরুতে পেসারদের দাপুটে বোলিংয়ে ১০ ওভারে ৪টি উইকেট হারায় আইরিশরা। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেন কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন লোরকান টাকার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।
বোলিংয়ে আজ ছিলো পেসারদের দাপট। ৫ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ৩ টি এবং ইবাদত হোসেন ২ টি উইকেট নেন।
এনএইচ
আপনার মতামত লিখুন :