স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে রোনালদোর ক্যারিয়ার এবার ইউটার্ন নিলো। তার ব্রাজিলীয় সতীর্থ লুইস গুস্তাভো জানিয়ে দিয়েছেন, রোনালদোর উপস্থিতি আল নাসেরের জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
গুস্তাভো আরটি সৌদি চ্যানেলে বলে দিয়েছেন, রোনালদো উপস্থিতি আমাদের জন্য কঠিন পরিস্থিতি হাজির করেছে। সকল দলই এখন সংঘবদ্ধ হয়ে ওঁকে টার্গেট করছে। রোনালদো বাকিদের উদ্দীপনা জোগাচ্ছেন। - হিন্দুস্তানটাইমস
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা সৌদি প্রো লিগে অবশেষে গোলের দেখা পেয়েছেন আল ফাতেহ ম্যাচে। আল ফাতেহ-র বিরুদ্ধে তিনি শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে ২-২ ড্র করতে সাহায্য করেন। আল নাসেরের জার্সিতে সেটাই ছিল রোনালদোর প্রথম গোল। তার আগে টানা সুপারফ্লপ হয়েছেন মহাতারকা।
প্রতিপক্ষের আক্রমণের মূল লক্ষ্যই হয়ে দাঁড়াচ্ছেন সিআরসেভেন। সমস্যা সত্ত্বেও রোনালদো দলকে সাহায্য করছেন। কীভাবে, সেটাই জানাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের প্রাক্তন তারকা লুইজ গুস্তাভো। জানাচ্ছেন, আল নাসেরে রোনালদোর উপস্থিতি দারুণ সংযোজন। কারণ আমরা প্রতিনিয়ত ওঁর কাছ থেকে শিখছি। শারীরিকভাবে টেকনিক্যাল বিভিন্ন বিষয় আমরা শেখার সুযোগ পাচ্ছি। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এইচএ
আপনার মতামত লিখুন :