স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন জার্মান বিশ্বকাপার মেসুত ওজিল। তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাখসেহিরির সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পরই এই সিদ্ধান্ত নেন ৩৪ বছরের জার্মান তারকা।
গত বৃহস্পতিবার কায়সারিস্পোরের বিরুদ্ধে ০-১ গোলে হারে ওজিলের দল বাসাখসেহিরি। যেখানে প্রথমার্ধের শেষেই মাঠ ছাড়েন ওজিল। তুরস্কের সাংবাদিক ইয়াকুপ চিনার জানান, ওজিল তার অবসরের কথা সতীর্থদের জানিয়ে দিয়েছেন। চোটের কারণে বাসাখসেহিরির হয়ে পুরো মওশুমে মাত্র চারটে ম্যাচ খেলেন জার্মান তারকা। বিশ্বের অন্যতম সেরা গেমমেকার হিসেবে ধরা হয় ওজিলকে। পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন জার্মানির ক্লাব শালকের হয়ে।
এরপর যোগ দেন বুন্দেসলিগার ওয়ের্ডার ব্রেমেনে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল দুই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। রিয়ালের হয়ে লা লিগা এবং কোপা দেল রে জেতার পর ২০১৩ সালে ইংল্যান্ডে চলে যান ওজিল। এরপর আর্সেনালে যোগ দেন। জার্মানিতে জন্মগ্রহণ করা ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালে জার্মানির হয়ে জেতেন বিশ্বকাপ। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ
আপনার মতামত লিখুন :