শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা-সংঘর্ষ, গুলি (ভিডিও) ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আউট হয়ে ড্রেসিং রুমে তাণ্ডব চালালেন ম্যাথিউ ওয়েড

ম্যাথিউ ওয়েড

স্পোর্টস ডেস্ক: [২] এবারের আইপিএল ভালো যাচ্ছে না মোটেই। প্রায় প্রতি ম্যাচেই সেট হয়ে আউট হয়ে ফিরছেন ম্যাথিউ ওয়েড। তার উপর আগের দিন ডিআরএস নিয়ে ছিলেন প্রচণ্ড ক্ষুদ্ধ। আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফিরে মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। তবে শাস্তিও পেয়েছেন এ অজি ক্রিকেটার।

[৩] বৃহস্পতিবার (১৯ মে) ওয়াংখেড়েতে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হেরে গেছে গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে তারা। জবাবে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু। ম্যাচে ১৩ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান করেন ওয়েড। ডেইলি স্টার

[৪] মূল ঘটনাটি গুজরাট ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। স্বদেশি ম্যাক্সওয়েলের বলে এলবিডাব্লিউ হন ওয়েড। তবে তার ব্যাটের কোনায় লেগেছে ভেবে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ব্যাট বা গ্লাভসে বল লাগার কোনো প্রমাণ মিলেনি।

[৫] মূলত আলট্রা এজ টেকনোলজিতেও কিছু ধরা পড়েনি। বল ট্র্যাকিংয়ে স্টাম্পে লাগার ইঙ্গিত থাকায় স্বাভাবিকভাবেই আউট ঘোষণা করা হয় ওয়েডকে। আম্পায়ারের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়েড। রাগে গড়গড় করতে করতে মাঠ ছাড়েন। এরপর ড্রেসিং রুমে ঢুকে রীতিমতো তাণ্ডব চালান। প্রথমে হেলমেট ছুঁড়ে মারেন। এরপর ব্যাট দিয়ে সামনে থাকা টেবিলে আঘাত করতে থাকেন। ব্যাট ভেঙে যাওয়ার পরই শান্ত হন এ অস্ট্রেলিয়ান। সম্পাদনা: এল আর বাদল।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়