শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা টেস্টে একজন পেসার খেলাবে শ্রীলংকা: ধনাঞ্জয়া

ধনাঞ্জয়া

মাকসুদ রহমান: [২] চট্টগ্রাম টেস্টে দুই পেসার নিয়ে একাদশ গঠন করলেও ঢাকা টেস্টে একাদশে একজন পেসার খেলানোর পরিকল্পনা করছে শ্রীলংকা। যদিও চট্টগ্রাম টেস্টে লংকান বোলারদের মাঝে পেসাররাই দাপট দেখিয়েছেন। টাইগারদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭টিই নিয়েছেন দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

[৩] ঢাকা টেস্টের পরিকল্পনা প্রসঙ্গে লংকান অলরাউন্ডার ধনাঞ্জয়া বলেন, অবশ্যই সেখানে এক পেসার ও তিন স্পিনার খেলবে। উইকেট স্পিনারদের জন্য সহায়ক হবে। যদি আমরা আগে ব্যাট করি, চেষ্টা করব ২৭৫ থেকে ৩০০ রান করার। এরপর ওদের এক ইনিংস দেড়শ রানের নিচে রাখার চেষ্টা করব। এটা আমাদের জয়ের সুযোগ তৈরি করে দেবে।

[৪] চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, অবশ্যই এটা ড্র হওয়ারই কথা ছিল। আমরা প্রথম দিনই জানতাম, ওরা যখন ব্যাটিং করছিল তখনও বুঝতে পারি। বাংলাদেশের ক্ষীণ একটা সম্ভাবনা ছিল জেতার। তবে উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। আমরা এই ড্র নিয়ে খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়