মাকসুদ রহমান: [২] গত বছর পাকিস্তান সফরে এসে খেলা মাঠে গড়ানোর কয়েক ঘন্ট আগে আকস্মিকভাবে নিরাপত্তা সংকটের দাবি করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছিলো নিউজিল্যান্ড। ঘটনার প্রায় আট মাস পর সিরিজ বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিল নিউজিল্যান্ড। যদিও ক্ষতিপূরণের অর্থের পরিমাণ প্রকাশ করেনি কোন পক্ষ। স্টার্টাপ পাকিস্তান
[৩] ক্ষতিপূরণের অর্থের পরিমাণ প্রকাশ করা না হলেও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে গুঞ্জন আছে এই ক্ষতিপূরণের অর্থের পরিমাণ সামনে পাকিস্তানে নিউজিল্যান্ডের খেলতে আসা সিরিজের মুনাফার চেয়েও বেশি।
[৪] তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। যার ফলে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে পাকিস্তান। সম্পাদনা: এল আর বাদল।
আপনার মতামত লিখুন :