শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ মে, ২০২২, ১০:১৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২২, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরতির পর করুনারত্নের উইকেটে শ্রীলংকার পঞ্চম উইকেট পতন

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক: [২] চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে শেষ দিনে দ্বিতীয় সেশনের শুরতে করুনারত্নেকে ব্যক্তিগত ৫২ রনে ফিরিয়ে শ্রীলংকার পঞ্চম উইকেটের পতন ঘটিয়েছেন তাইজুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১৪৪ রান বাংলাদেশের বিপক্ষে তাদের লিড ৭৬ রানের। ৪৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তাইজুল।

[৩] প্রথম সেশনে শেষে লংকানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৮ রান। প্রথম সেশনে ২৭ ওভর ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ৮৯ রান করে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দিনের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ম্যান্ডিস। ১৭ ওভারে ৩৯ রানে ২ উইকেট নিয়ে সকালে মাঠে নেমে মাত্র ১০ ওভারের মাঝেই দলীয় শতক পূর্ণ করে লংকানরা। 

[৪] আগ্রাসী হয়ে উঠা মেন্ডিসকে অর্ধশতক বঞ্চিত করেন তাইজুল। ৪৩ বলে একটি ছক্কা আটটি চারের মারে ৪৮ রান করেন তিনি। ৫ ওভার পরে আবার সেই তাইজুলই শূন্যরানে ম্যাথিউকে ফেরান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে ১১৩ রান করে দ্বিতীয় ইনিংসে ৪৫ রানের লিড নিয়েছে লংকানরা। ৪১ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। 

[৫] এর আগে প্রথম ইনিংসে শ্রীলংকার  ৩৯৭ রানের জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়