নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের বৃহস্পতিবার শেষ দিন। ফলাফল জয়ে নিস্পত্তি হবে নাকি ড্রয়ে, এই মুহূর্তে আঁচ করা কঠিন। তবে জয়ের পাল্লাটা বাংলাদেশের দিকে কিঞ্চিত ঝুলে আছে। দুই দলের মধ্যে নাটকীয় রোম্যান্স ছড়াতে পারে শেষ দিন।
[৩] বুধবার (১৮ মে) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৯ রান করে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে লঙ্কানরা এখনও পিছিয়ে আছে ২৯ রানে।
[৪] টাইগারদের চেয়ে ৬৮ রানে পিছিয়ে থেকে শেষ বিকেলে ব্যাট করতে নামে লঙ্কানরা। উইকেটে টার্ন পাওয়া যাচ্ছিল বলে অল স্পিন অ্যাটাকে নামে বাংলাদেশ। মাঝে কেবল ১ ওভার বল করেছেন পেসার খালেদ আহমেদ। সাকিব, নাঈম ও তাইজুলের স্পিন তোপে তাই ১৭ ওভারেই ২ উইকেট হারায় লঙ্কানরা। এর সাথে সাথেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার।
[৫] এর আগে, তৃতীয় দিনের ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেন দুই হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাস। দু’জনের ১৬৫ রানের জুটি থামে লিটন দাস ৮৮ রান করে মনসংযোগ হারালে। আগের দিন ১৩৩ রান করে চোট পেয়ে মাঠ ছাড়া তামিম এরপর নেমেই ফেরেন প্রথম বলেই। সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি মুশফিক, ফেরেন ১০৫ রানে। সম্পাদনা: হাসান হাফিজ।
আপনার মতামত লিখুন :