ঝুমুরী বিশ্বাস: [২] এশিয়ান গেমস বাছাইয়ে ফাইনালে হারের পরের দিন সকালেই ব্যাংকক ত্যাগ করেছে বাংলাদেশ হকি দল। থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন জিমি-সারওয়াররা। ২৩ মে থেকে জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি।
[৩] দুই টুর্নামেন্টের জন্য একই দল নির্বাচন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ব্যাংককে অধিনায়কত্ব করেছিলেন রেজাউল করিম বাবু আর জার্কাতায় এশিয়া কাপে করবেন খোরশেদ রহমান। ১৮ জন খেলোয়াড় একই থাকলেও সহকারী ম্যানেজারে থাকবে ভিন্নতা। ব্যাংককে দায়িত্ব পালন করা কর্মকর্তারা দেশে ফিরে আসছেন ও জাকার্তায় নিযুক্ত কর্মকর্তারা টুর্নামেন্ট শুরুর আগে দেশ ছাড়বেন। এশিয়া কাপ হকি এশিয়ার সর্বোচ্চ টুর্নামেন্ট। এশিয়ার শীর্ষ ৮ টি দেশ অংশ নিচ্ছে দুই গ্রুপে। সম্পাদনা: এল আর বাদল।
আপনার মতামত লিখুন :