শিরোনাম
◈ সুইডেন আসলামের দাবি তিনি সন্ত্রাসী নন (ভিডিও) ◈ সরকার ও ছাত্রদের সঙ্গে যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বিএনপির ◈ এমবাপ্পের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখে রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশের জার্সিতে মার্চ মাসে মাঠে নামবেন লেস্টার সিটির হামজা চৌধুরী ◈ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই ◈ বিপিএলে স্টেডিয়াম ও আশপাশ থেকে ১৪৫০ কেজি ময়লা-আবর্জনা সংগ্রহ ◈ টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা ◈ আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো: আজহারি ◈ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বসানোর কারণ কী? ◈ সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যু : তদন্তে যা বেরিয়ে এলো

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২২, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২২, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেআইনি ভাবে গাঙ্গুলিকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে: এক আইনজীবীর মামলা

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির জামানা গত মাসেই শেষ হয়ে গেছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রজার বিনি।  বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে- দাবি করে হাইকোর্টে মামলা করেছেন রমাপ্রসাদ সরকার নামের একজন আইনজীবী।  ইন্ডিয়ান এক্সপ্রেস

সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, একজন ব্যক্তি রাজ্য ক্রিকেট সংস্থায় ৬ বছর এবং বোর্ডে ৬ বছর দায়িত্বে থাকতে পারবেন। সেই অনুযায়ী সৌরভ আরও ৩ বছর বোর্ড সভাপতি থাকতে পারতেন। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সচিব পদে দ্বিতীয় মেয়াদে থেকে গেলেও সৌরভকে রাখা হয়নি। এই বিষয়টি সামনে এনেই দেশটির প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন রমাপ্রসাদ।

অভিযোগের পক্ষে রমাপ্রসাদ বলেছেন, বিসিসিআই সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় সঠিকভাবে মানা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনরায় বোর্ডে থাকতে পারেন, তাহলে সৌরভ কেন নয়? তাকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?' আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়