শিরোনাম
◈ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা ◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল ◈ শেখ হাসিনাকে গণভবনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা উচিৎ ছিল : মাসুদ সাঈদী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৯:৪৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে লিজেন্ড অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের বড় জয়

নাহিদ হাসান: [২] চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখেই শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়ার দিনে গাজী গ্রুপের বিপক্ষে লিজেন্ড অব রূপগঞ্জ ১৯৬ রানে এবং রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে প্রাইম ব্যাংক লিমিটেড ১০ উইকেটের বড় জয় পেয়েছে ।

[৩] লিজেন্ড অব রূপগঞ্জ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বড় স্কোর গড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন সাব্বির রহমান। এছাড়া সাকিব আল হাসান ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ ৫ উইকেট নেন চিরাগ।

[৪] অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২২৯ রান করে রূপগঞ্জ টাইগার্স। তাদের পক্ষে সাদ নাসিম সর্বোচ্চ ৮৫ এবং মার্শাল আইয়্যুব ৫৮ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। প্রতিপক্ষের করিম জানাত ও রুবেল হোসেন সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন।

[৫] জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌছায় তামিম-আনামুলের উদ্বোধনী জুটি। তামিম ১০৯ রানে এবং আনামুল বিজয় ১১২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়