নাহিদ হাসান: [২] চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখেই শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়ার দিনে গাজী গ্রুপের বিপক্ষে লিজেন্ড অব রূপগঞ্জ ১৯৬ রানে এবং রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে প্রাইম ব্যাংক লিমিটেড ১০ উইকেটের বড় জয় পেয়েছে ।
[৩] লিজেন্ড অব রূপগঞ্জ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বড় স্কোর গড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন সাব্বির রহমান। এছাড়া সাকিব আল হাসান ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। সর্বোচ্চ ৫ উইকেট নেন চিরাগ।
[৪] অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২২৯ রান করে রূপগঞ্জ টাইগার্স। তাদের পক্ষে সাদ নাসিম সর্বোচ্চ ৮৫ এবং মার্শাল আইয়্যুব ৫৮ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। প্রতিপক্ষের করিম জানাত ও রুবেল হোসেন সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন।
[৫] জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌছায় তামিম-আনামুলের উদ্বোধনী জুটি। তামিম ১০৯ রানে এবং আনামুল বিজয় ১১২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
আপনার মতামত লিখুন :