শিরোনাম
◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে ◈ সেনাবাহিনীকে হামলার বদলা নিতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি ◈ মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা ◈ বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল সৌদি সরকার  ◈ আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা ◈ বিদ্যুতের দামে সমতা চায় ডেসকো-ওজোপাডিকো

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে দুর্নীতি-অনিয়মের ২৭টি অভিযোগ তদন্তে দুদক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের সময়কার মোট ২৭টি অভিযোগের রেকর্ডপত্রের কপি বিসিবির কাছে চেয়েছে সরকারি এই সংস্থা। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দেওয়া চিঠিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব রেকর্ডপত্র দুদকে জমা দিতে বলা হয়েছে।

এর আগে তিনটি অভিযোগের তদন্তে বিসিবির কাছে তথ্যাদি চেয়েছিল দুদক। এবার সেই তিনটিসহ নতুন আরও ২৪টি বিষয়ে তদন্তের কথা বিসিবিকে জানান দুদকের কর্মকর্তারা,যারা সোমবার (২৮ এপ্রিল) বিকেলে আবারও বিসিবি কার্যালয়ে যান। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দুদকের উপপরিচালক মো.সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে মোট ২৭টি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। --- চ‌্যা‌নেল২৪

দুদকের চিঠিতে যে ২৭টি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে,তার মধ্যে উল্লেখযোগ্য হলো পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণে পরামর্শক ও ঠিকাদার নিয়োগপ্রক্রিয়ার যাবতীয় কাগজ, নাজমুল হাসান সভাপতি থাকার সময়ে বিসিবির আয়–ব্যয়সংক্রান্ত অডিট প্রতিবেদন, আইসিসি ও এসিসির লভ্যাংশ–সংক্রান্ত নীতিমালার সত্যায়িত কপি, লজিস্টিকস ও প্রটোকল বাবদ খরচের বিবরণ,বিপিএল বাবদ খরচের বিবরণ, বিদেশি কোচ নিয়োগে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম-ঠিকানা ও নীতিমালা, বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস ও বিপিএল দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য।

এছাড়াও ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ ও এ আর রাহমানের কনসার্ট আয়োজনে ব্যয়, ২০১৯ সালের বঙ্গবন্ধু বিপিএল আয়োজনে ব্যয়, অডিট ফার্ম ও বিল পরিশোধ, বিসিবির কার্যাদেশপ্রাপ্ত প্রকল্প, বার্ষিক সাধারণ সভার খরচ, তৃতীয় বিভাগ ক্রিকেট ও বাছাই কমিটি, ২০১২-১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত পরিচালনা পর্ষদের সভা ও খাতভিত্তিক খরচের তালিকা, নাজমুল হাসান সভাপতি থাকাকালে বিসিবির টাকায় বিদেশে ভ্রমণকারী কর্মকর্তা বা কর্মচারীদের তালিকা ও তাঁদের ব্যয়বিবরণী, ক্রিকেট ম্যাচ দেখার জন্য হেলিকপ্টার ব্যবহার এবং স্টেডিয়াম নির্মাণ, সংস্কার ও শোভা বৃদ্ধি–সংক্রান্ত উন্নয়নকাজের টেন্ডার ও বিল পরিশোধ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক।

এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ এক গণমাধ্যমকে বলেছেন,‘দুদক সরকারি একটি প্রতিষ্ঠান। বিসিবির কার্যক্রমে কোনো অসংগতি, অনিয়ম ও দুর্নীতি থেকে থাকলে তারা নিশ্চয়ই সেগুলো তদন্ত করে দেখবে। তারা যেসব তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, বিসিবির সংশ্লিষ্ট বিভাগগুলোকে সে অনুযায়ী তাদের সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়