স্পোর্টস ডেস্ক : আগামী ১ মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এ দল। সেই সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বাংলাদেশ এ দলের বিপক্ষে বেশ শক্তিশালী দল নিয়ে আসছে কিউইরা। স্কোয়াডে আছেন মোহাম্মদ আব্বাস, জো কার্টার ও নিক কেলির মতো ক্রিকেটার।
এনামুল হক বিজয়-মুস্তাফিজুর রহমানদের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে কিউইদের নেতৃত্ব দেবেন নিক কেলি। লাল বলে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন জো কার্টার।
ওয়ানডে ফরম্যাটের খেলাগুলো ৫, ৭ এবং ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর ১৪-১৭ মে একই ভেন্যুতে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১-২৪ মে ঢাকার মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।
-- বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড এ' দল-
মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফাউলকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হেফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রাইস মারিউ, ডেল ফিলিপস।