নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৭ এপ্রিল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি পরিচালনা পর্ষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২৯ এপ্রিল আবারও বোর্ড সভা ডাকা হয়েছে। সেদিন সশরীরে বিসিবি কার্যালয়ে হাজির হবে পরিচালকরা।
সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়মের অভিযোগ এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটারের সাজা কমানো, বাড়ানো সহ নানা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিসিবি। এই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে জরুরি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এই সভা স্থগিত হয়।
বিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ আজ ভার্চুয়ালি বৈঠকে বসে ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেদন নিয়ে বিস্তৃত আলোচনা শেষে বৈঠক স্থগিত করা হয়। নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা এবং বাজেট কৌশল নিয়ে আলোচনা পরিচালনা পর্ষদের আগামী ২৯ এপ্রিল নির্ধারিত সভায় আবারও চলবে।
বর্তমানে বিসিবির অভ্যন্তরীণ সংকট ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ক্রীড়াঙ্গনে উদ্বেগ বিরাজ করছে।