শিরোনাম
◈ ‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় হিন্দু সেনার, ভিডিও ◈ নতুন 'নন-নিউক্লিয়ার' হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন, সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত ◈ ডা. জারা ও ডা. কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ প্রত্যাহার, দুঃখ প্রকাশ নোটিশদাতাদের ◈ ইসরাইলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ◈ শিক্ষার্থীদের আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যসহ ১১ কর্মকর্তা পদত্যাগ ◈ সৌ‌দি আর‌বের আল নাসর ক্লাব এএফ‌সি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনা‌লে ◈ আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ পহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্পর্ক আ‌রো গভীর কর‌তে বার্তা দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী ◈ পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে যে বিপদে পড়েছেন ভারতীয় অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট ◈ এপ্রিলের শেষেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বড় দুই ভাই টম ও স্যাম কারান ইংল্যান্ডের হ‌য়ে খেল‌লেও বাবার দেশের হয়ে খেলছেন বেন কারান!

স্পোর্টস ডেস্ক: বাবা একটা সময় খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। কিন্তু বড় দুই ভাই টম কারান ও স্যাম কারান খেলছেন ইংল্যান্ডের জার্সিতে। ইংলিশদের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন স্যাম কারান। যার কারণে ছোট ভাই বেন কারান ছিলেন দ্বিধাদ্বন্দে! কোন দেশের হয়ে খেলবেন সেটা নিয়ে। -- ডেই‌লি ক্রিকেট

তবে বেন কারান বেছে নিয়েছেন বাবার দেশ জিম্বাবুয়েকে। দেশটির হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেনের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ী দলের সদস্য ছিলেন বেন। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বাবার দেশের হয়ে খেলার ব্যাখ্যা দিয়েছেন বেন কারান।

তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে আমার জন্ম। পরিস্থিতির কারণে ইংল্যান্ডে চলে যাই, তবে সুযোগ পেয়ে ফিরে এসেছি। জিম্বাবুয়ের হয়ে খেলা আমার কাছে গর্বের, আমি এই অভিজ্ঞতা দারুণ উপভোগ করছি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথম টেস্ট জিতলেন বেন কারান। বাংলাদেশকে দ্বিতীয় টেস্টেও হারাতে আত্মবিশ্বাসী বেন। তবে জিম্বাবুয়ের এ ব্যাটার মানছেন কাজটা সহজ হবে না।

বেন কারান বলেন, 'অবশ্যই প্রত্যাশা করছি বাংলাদেশ আমাদের উপর চড়াও হবে। একদমই আশা করছি না যে এটা খুব সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়